আর্কাইভ থেকে; শেখ সাহিল: The Next Superstar?
২৮শে এপ্রিল, ২০২০
১৯-২০ সিজনের টীম তখন সবে তৈরী হচ্ছে, কিবু ভিকুনা হেড কোচ হিসেবে এসেছেন। টীমের প্রত্যেকটা পজিশনেই আই লীগ মানের ভালো প্লেয়ার রিক্রুট করা হয়েছে, কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে একমাত্র ফ্র্যান গঞ্জালেস ছাড়া ভরসা জোগানোর কেউ নেই!
নাহ, নেই বলা ভুল, ওই পজিশনে গঞ্জাদার একমাত্র ব্যাক আপ শিলটন ডি সিলভা। তাই মরসুমের শুরুতে কিছুটা চিন্তা হচ্ছিলো বইকি।
সেই সময়ই কিবুদার হাত ধরে ট্রায়ালে সিনিয়র টীমে সুযোগ পেলো জি বাংলা লীগে অসাধারন খেলা চার ইয়ং ফুটবলার। তার মধ্যেই একজন, সেন্ট্রাল ব্যাকে ভরসা জোগানো শেখ সাহিল।
এরপর মরসুমের প্রথম ম্যাচ, ডুরান্ডে মোহামেডানের বিরুদ্ধে। অনেক চেনা তারকার ভিড়ে টীম লিস্টে একটাই অচেনা নাম, শেখ সাহিল। ম্যাচ শুরু হতে আরেকটু চমকে যাওয়ার পালা, সাহিল সেন্ট্রাল ব্যাকে না, বরং খেলছেন ডিফেন্সিভ মিডিও হিসেবে! এরপর আর ফিরে তাকাতে হয়নি সাহিলকে। ওই ম্যাচেই মোহনবাগান ঝলক দেখিয়েছিলো, কিবুর হাতে পড়ে কেমন ফুটবল তারা এই সিজনে উপহার দিতে চলেছে। সাথে বছর ১৮র একটা ছেলেও কিবুর জহুরীর চোখের প্রমান দিয়েছিলো মাঝমাঠে তার পাসিং এক্যুরেসি এবং খেলার টেম্পো কন্ট্রোলের ক্ষমতা দেখিয়ে। এরপর ডুরান্ড সিএফএল পেরিয়ে আই লীগ এলো। তখনও কিছুটা সন্দেহ ছিলো, অনভিজ্ঞ সাহিল কি পারবে আই লীগের চাপ নিতে?
এরপর সেই রিয়াল কাশ্মীর অ্যাওয়ে, মাঝমাঠে থেকে দুজন প্লেয়ারের মাঝখান থেকে ব্রিটো কে সাহিলের থ্রু, এবং সেটা থেকে নাওরেমের গোল। এই একটা পাসেই সাহিল বুঝিয়ে দিয়েছিল সে লম্বা রেসের ঘোড়া। এরপর বেইতিয়া, গঞ্জাদা এবং সাহিল! এই তিনজনের মিডফিল্ড আই লীগে মোহনবাগান কে কতটা এগিয়ে দিয়েছিল তা তো লীগ টেবিল ও বলে দিয়েছে। সৃষ্টিশীল বেইতিয়া, ধ্বংসাত্মক গঞ্জালেস এবং দুজনের মাঝের সেতু হয়ে খেলার টেম্পো কন্ট্রোল করা সাহিল। সাহিলের খেলা দেখে কখনো মনেই হয়নি একজন ভারতীয় ফুটবলার খেলছে, বরং মনে হতো মোহনবাগান ৭জন ফরেনার নিয়ে খেলছে বোধহয়! এতোটাই আধিপত্য...
মোহনবাগান এককালে উপহার দিয়েছিলো বাসুদেব মন্ডলের মতো মিডফিল্ডার কে, কখনো মোহনবাগানের হাত ধরেই উত্থান হয়েছে মেহতাব হোসেনের মতো মিডফিল্ড জেনারেলের, বা হালের সৌভিক দা, শেহনাজ, প্রনয় বা রেনিয়ার! মোহনবাগানের ইতিহাসে প্রতিশ্রুতিমান মিডফিল্ডারের তালিকা বেশ লম্বা। এই তালিকাই নতুন সংযোজন আমাদের আদরের ২৭ নম্বর শেখ সাহিল। ১৮তেই তার যা আধিপত্য, তাতে আশা করাই যায় এদের সবাইকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে সাহিলের।
এভাবে খেলে যাও সাহিল, ভারতীয় ফুটবল আর মোহনবাগানকে তোমার অনেক কিছু দেওয়ার আছে।
Comments
Post a Comment