Exclusive: মোহনবাগান না বলায় ইষ্টবেঙ্গলেই ফিরছেন রবিন সিং

#TransferUpdate: 

Exclusive: এসসি বেঙ্গালুরু'তে থাকা প্রাক্তন জাতীয় দলের স্ট্রাইকার রবিন সিং'কে ফেরাতে আগ্রহী ইষ্টবেঙ্গল। আমরা জানতে পেরেছি রবিন সিং তার প্রফেশনাল কেরিয়ারের শেষটা কলকাতায় আইএসএলে খেলেই করতে চান এবং অল্প স্যালারি'তেও কলকাতায় আসতে রাজি তিনি। রবিন সিং-এর এজেন্টরা মোহনবাগানকে গত সপ্তাহেই অ্যাপ্রোচ করেছিলো এই ডিলটার ব্যাপারে, কিন্তু আমাদের ম্যানেজমেন্ট না বলে দিয়েছে। ফলত, তারা কন্ট্র্যাক্ট করে ইমামি ইষ্টবেঙ্গল কে।
সূত্রের খবর ইষ্টবেঙ্গল মার্কেটে একজন ভারতীয় স্ট্রাইকার খুঁজছে এবং তারা রহিম আলী ও ঈশান পন্ডিতা'কে অফার করেছিলো। কিন্তু এই মুহূর্তে যা খবর, এই ২জনকেই এই মরশুমে তারা দলে আনতে পারবে না। তাই তারা রবিন সিং'কে দলে ফেরানোর ব্যাপারে ভাবনাচিন্তা করছে। 
আমরা যা জানতে পেরেছি, ১ বছরের চুক্তিতে ইষ্টবেঙ্গলে আসছেন রবিন এবং এই ডিলটির পিছনে খাবরা'র ও বড়ো অবদান আছে।

ইষ্টবেঙ্গল যা দল বানাচ্ছে, ক্লেইটন এবং সিভেরিও'র ব্যআকআপ হিসেবে রবিন সিং বেশ ভালো সংযোজন, তা অস্বীকার করার জায়গা থাকবে না।

Comments

Popular posts from this blog

The Man, The Myth, The Legend: SANDIP MOIRA

Dr. Talimeren Ao, a Mohun Bagan Legend!