আর্কাইভঃ প্রীতম কোটাল, এক মোহনবাগানীর গল্প
২০শে নভেম্বর, ২০২০
ধরুন আপনি একজন বাঙ্গালী আর সাথে ফুটবল ফ্যান। ছোটো থেকেই লাঞ্চে ভাত-মাছ, সোম-শনি স্কুল, রবিবারে সকালে টিভির পর্দায় কার্টুন আর মোহনবাগান আপনার প্রাত্যহিক রুটিন-ই হয়ে যাওয়া উচিত। আর ফুটবল ফ্যান মানে ছোটোবেলায় হয়তো কখনোবা ভেবেছেন, একদিন আমিও প্রিয় দলের জার্সি গায়ে মাঠে নামবো, দলকে জেতাবো।
তবে এটা আমাদের অধিকাংশের কাছেই ভাবনা হয়ে থাকলেও কয়েকজনের তাগিদ তাদের স্বপ্ন টা কে বাস্তবায়িত করে।
প্রীতম কোটাল! ছোটো থেকেই মোহনবাগান সমর্থক, সেকথা নিজে বেশ কয়েকবার ইন্টারভিউ-তে বলেছেনও। প্রীতমের বাড়ির দেওয়ালে সবুজ মেরুন স্কার্ফ শোভা পেতো আমাদের সাধারন সমর্থকদের মতোই। প্রোফেশনাল কেরিয়ারে প্রতিষ্ঠা পাওয়াও মোহনবাগানে খেলেই। প্রতিশ্রুতিমান বাঙ্গালী রাইট ব্যাক থেকে দেশের হয়ে ওই পজিশনে এক নম্বর হয়ে ওঠার পথে প্রীতম মোহনবাগানের হয়ে জিতেছিলেন ১টা আইলীগ আর ফেড কাপ।
তারপর কেরিয়ারে মধ্যগগনে প্রীতম অন্য অনেক প্রথম সারির ভারতীয় ফুটবলারের মতোই আইলীগ ছেড়ে চলে যান আইএসএল-এ। ছিন্ন হয় প্রীতমের সাথে মোহনবাগানের সম্পর্ক-ও।
এর প্রায় ২-৩ বছর পর আজ মোহনবাগান স্বমহিমায় নিজেদের যাত্রা শুরু করলো আইএসএলে! সবুজ মেরুনে ফিরে এসে আজ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে নামলেন প্রীতম। আর মাঠ ছাড়লেন মোহনবাগান-কে ৩পয়েন্ট দিয়েই। রাইট ব্যাক থেকে গত মরসুমেই সেন্টার ব্যাকে সরে এসেছেন প্রীতম। আজ অধিনায়ক-এর দায়িত্ব কাঁধে পাশে তিরি এবং সন্দেশ কে নিয়ে আগলালেন সবুজ মেরুন রক্ষণ। খেলায় ৬০%এর কাছাকাছি পজেশন রাখলেও কিবুর কেরালা বক্সের কাছে এসে বারেবারেই খেই হারিয়ে ফেলেছে। সৌজন্যে মোহনবাগান-এর ডিপ ডিফেন্স।
মোহনবাগানের আইএসএলে প্রথম ম্যাচের অধিনায়ক কে?
কার অধিনায়কত্বে আইএসএলে প্রথম ম্যাচ জিতেছিলো মোহনবাগান?
আজ সত্যিই মোহনবাগানের ইতিহাসে নাম উঠে গেলো প্রীতমের।
এভাবেই অধিনায়ক প্রীতমের জয়যাত্রা চলুক, মোহনবাগান আইএসএল জিতছে , এএফসি জিতছে আর হাতে অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে ট্রফি তুলছেন এক আদ্যোপান্ত সবুজ মেরুন সমর্থক!
একজন সাধারন সমর্থক যদি তার স্বপ্ন-টা সত্যি হলে কেমন হতো কখনো ভাবেন , তারা প্রীতম কোটাল কে দেখতে পারেন।
Comments
Post a Comment